19 Aug 2019   08:24:15 PM   Monday   BdST

ঠাকুরগাঁওয়ে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই প্রয়োজনীয় ও সামগ্রী বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি ইসরাফিল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সোলেমান আলী,  বীর মুক্তিযোদ্ধা ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান বাবলু, মহিলা কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, বুলবুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস বেগম, সাবেক পৌর কাউন্সিলর মাসুম মোল্লাহ, তরুন উদ্যোক্তা মাসুম রেজা, প্রিন্স বাবু, রাকিব  প্রমুখ।

আলোচনা সভা শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।