04 Feb 2018   03:55:18 PM   Sunday   BdST

একজন বাবার খোলা চিঠি

দিনাজপুর জেলা পুলিশ সুপার এর কাছে আমার খোলা চিঠি

 

স্যার সালাম নেবেন,

আমি আপনার একজন ফেইস বুক বন্ধু ও ভক্ত। আমি চিটাগাং থাকলেও আমার পরিবার, পরিজন দিনাজপুর এর রাম নগরে থাকে। গতকাল বিকালে দিনাজপুরের রায় সাহেব এর বাড়ির পাশের একজন হিন্দু স্কুল শিক্ষক টিংকু দত্ত আমার মেয়ের শ্লীলতা হানীর চেষ্টা করে। ঘটনার একটু পরেই এ ব্যাপারে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

 

বিষয়টি বিশেষ বিবেচনায় দয়া করে দেখার জন্য অনুরোধ করছি। আসামী এখন রায় সাহেবের বাড়ির পাশে একজন প্রভাবশালী হিন্দু আওয়ামীলীগার এর অফিসে আত্বগোপন করে টাকা দিয়ে আপোষ করার পায়তারা করছে। আমি একজন অসহায় পিতা হিসেবে আপনার কাছে সবিনয় অনুরোধ করছি আসামী কে অচিরেই গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্টা করুন।