21 Apr 2019   12:06:53 PM   Sunday   BdST

রাণীশংকৈলে মোটরসাইকেল-পাগলুর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রহিম শুভ ঠাকুরগাঁও:  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেল-পাগলুর মুখোমুখি সংঘর্ষে সাগর (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরমান (১৮) নামে আরও এক যুবক।

 

শনিবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় রাণীশংকৈল ফায়ার ষ্টেশন অফিসের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান।

 

নিহত সাগর ওই উপজেলার ভান্ডারা গ্রামের শাহাজাহান আলীর ছেলে।

 

স্থানীয়রা জানায়, আরমানের সঙ্গে নেকমরদ যাচ্ছিল সাগর। নেকমরদ থেকে রাণীশংকৈলের মুখে আসা একটি পাগলুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় সাগর। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে সেখানকার ডাক্তার রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। প্রচুর রক্তক্ষরণের ফলে হাসপাতাল নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থা সন্ধ্যা সাড়ে ৭টায় সাগর মারা যায়।

 

রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পাগলুটিকে আটক করা সম্ভব হয়নি।

জেলা-উপজেলা বিভাগের অন্যান্য সংবাদ »