29 Aug 2018   03:43:18 AM   Wednesday   BdST

ফেসবুকে সমস্যায় ছিলেন নিহত সাংবাদিক সুবর্ণা

নিজস্ব প্রতিবেদক: খুন হবার বেশ কিছু দিন আগে থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের আইডি নিয়ে সমস্যায় ছিলেন পাবনার নারী সাংবাদিক সুবর্ণা। ফেসবুকে সুবর্ণার আইডি থেকে এ তথ্য জানা গেছে।

`সুবর্ণা নদী` নামের নতুন আইডির লিংটি তিনি পুরাতন আইডিতে পোস্ট করে লিখেছিলেন, `আমার এই আইডিতে একটু প্রব্লেম হয়েছে। সবাই আমার এই আইডিতে রিকুয়েস্ট পাঠান লিংক দেওয়া আছে...`

পাবনায় সুবর্ণা আক্তার নদী (৩২) নামের এই নারী সাংবাদিক মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ির সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সুবর্ণা আনন্দ টিভির পাবনা প্রতিনিধি এবং স্থানীয় অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, রাতে কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তারা সুবর্ণার হাতে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।