17 Jun 2017   02:17:13 PM   Saturday   BdST

প্রকৃতি

এই করছে মেঘ ভীষন, তো
এই আবার রোদ্দুরের তাপ,
হাওয়ায় হাওয়ায় নড়ছে গাছ
কমছে গরম লাগার চাপ।

 

রাত্তিরে কাল বৃষ্টি ছিল
দারুন ধারায় ঝরেছে খুব,
ঠাণ্ডা হাওয়ায় জম্পেশ ঘুম
প্রকৃতির কি খেয়াল! উফ!

 

মেঘ, বৃষ্টি, রোদ্দুর আর
হাওয়ায় হাওয়ায় ভাসা ক্ষণ,
যে জন যেমন চায় ভাসাতে
তেমনি ধারায় হাসুক মন।

 

 

লেখক-
:- সুরাইয়া লিপি

ঠাকুরগাঁও