05 Jan 2018   01:24:57 PM   Friday   BdST

অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরেনা

স্পোর্টস ডেস্ক: মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপ দিয়ে টেনিস কোর্টে ফিরলেও অস্ট্রেলিয়ান ওপেন খেলা হচ্ছে না সেরেনা উইলিয়ামসের। পুরো ফিট না থাকায় শেষ পর্যন্ত বছরের প্রথম গ্র্যান্ডস্লাম থেকে সরে দাঁড়ালেন টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন।

সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে সেরেনা বলেন, ‘যদিও আমার ফেরার খুব কাছাকাছি, তবে আমি সেটা নই যেটা হতে চাই।’

গত মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতেই ঘোষণা দেন অন্তঃসত্ত্বার কথা। অবশেষে সেপ্টেম্বরের প্রথম দিনেই প্রথম কন্যা সন্তানের মা হন সেরেনা উইলিয়ামস। তার চার মাস পূর্ণ হওয়ার আগেই গত সপ্তাহে প্রথমবারের মতো কোর্টে নামেন সেরেনা।

এদিকে অ্যান্ডি মারে